কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ কক্সবাজারের নুনিয়ার ছড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক স্থাপিত সামুদ্রিক শৈবাল উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সামুদ্রিক শৈবাল উৎপাদনের সাথে জড়িত উপস্থিত কৃষকদের সাথে আলাপ করেন এবং কিভাবে সামুদ্রিক শৈবাল উৎপাদন করা হয় তা পর্যবেক্ষন করেন। সামুদ্রিক শৈবালের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উৎপাদিত শৈবাল বিদেশে রপ্তানি ও টেকসই নতুন প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে তিনি উপস্থিত সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বিজ্ঞানীরা এ সময় তাকে জানান উপকুলীয় বিভিন্ন এলাকায় সামুদ্রিক শৈবাল উৎপাদনের উপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সিনিয়র সচিব মহোদয় বিজ্ঞানীদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সামুদ্রিক শৈবাল সম্প্রসারণ করার পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার এর উপপরিচালক কৃষিবিদ আ.ক.ম শাহরিয়ার সহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস