Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


প্রশিক্ষণ মনোনয়ন


প্রশিক্ষণের তারিখ
  প্রশিক্ষণের বিষয় বা বিবরণ 
০৬-০৭ জানুয়ারি ২০২৫
 লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ
২০-২১ নভেম্বর ২০২৪   কন্দাল ফসল উন্নয়ন বিষয়ক উপসহকারী কৃষি অফিসারদের প্রশিক্ষণ
 ৮ হতে ৯ নভেম্বর ২০২৪  অফিসার প্রশিক্ষণ
 03 to 28 October 2024   Fundamental Training Course
 ১৬-১৭ ও ২০-২১ অক্টোবর ২০২৪  সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ
 ১৩-১৪ সেপ্টেম্বর ২০২৩  ফিড দ্যা ফিউচার কর্তৃক আয়োজিত “Leadership Development Training
 ২০-২১ জুন ২০২৩  Capacity Building of 64 AEOs from 64 Districts in Bangladesh on CABI Academy and Digital Tools Particular on Bio Protection Module শীর্ষক প্রশিক্ষণ
 ১০-১৫ ডিসেম্বর ২০২২ ব্রি কর্তৃক আয়োজিত আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ