Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


সেবার তালিকা

১.১প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তিসমূহ কৃষকদের নিকট হস্তান্তর(Technology Transfer)।
  • প্রদর্শনী প্লট স্হাপন, মাঠদিবস উদযাপন,  কৃষিপ্রযুক্তিমেলা, উদ্বুদ্ধকরণ ভ্রমন ইত্যাদি।

১.২ মানসম্মত বীজ উৎপাদনে সহায়তা করা

  • নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নতমানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণের ব্যবস্হা করা।

১.৩ কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান

  • সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষিঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
  • কৃষিঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান।
  • ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা।

১.৪ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক যেকোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো।

১.৫ সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবাপ্রদান।

১.৬ প্রশিক্ষণ প্রদান

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান।

১.৭ কৃষি পুনবার্সনে সহায়তা

  • বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান।

২.০ কৃষিভর্তুকি

কৃষিতে ভর্তুকি  ও উৎপাদনে সহায়তা প্রদান

  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ।

০৩ সার ডিলার নিয়োগ ও বালাইনাশকের লাইসেন্স প্রদান

৩.১সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ 

  • প্রতিটি ইউনিয়ন হতে এক(০১) জন BCIC সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক(০১) জন খুচরা সারবিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়।

৩.২ বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান 

৪.সার মনিটরিং

৪.১ ন্যায়্যমূল্যে ভেজালমুক্ত সার চাষীদের দোড়গোড়ায় পৌছানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন।

৪.১.১ফসলের প্রয়োজন অনুসারে সারের সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থপনা।

৪.২ বালাইনাশক মনিটরিং

◊ বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ।

◊  ভেজাল বালাইনাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন।

৫. ফসল উৎপাদন বৃদ্ধিকল্পে উদ্বুদ্ধকরণ কর্মসূচি

৫.১ LCC ব্যবহার

  • লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান।

৫.২ গুটি ইউরিয়া ব্যবহার 

◊  গুটিইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শ প্রদান

৫.৩ মাটির স্বাস্হ্য সংরক্ষণ

  • মাটির স্বাস্হ্য সেবায় সুষম সার প্রয়োগ, জৈবসার প্রয়োগ ও শস্যপযার্য় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা।
  • মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর পরীক্ষাগার ও ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের মাটি  পরীক্ষাপূর্বক ফসল ভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশ প্রদান।
  • জৈবকম্পোষ্ট, ভার্মিকম্পোষ্ট, খামারজাত সার প্রস্তুত ও ব্যবহারে কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান

৫.৪ সমন্বিত বালাই ব্যবস্হাপনা

  • আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশসম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।

৬.০ সেচ ব্যবস্হাপনা

  • সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।
  • সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ ধকরা।
  • পানি প্রয়োগে AWD(Alternate Wet & Dry) প্র্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান।

৭.০ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান

বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকদেরকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান

৮.০ বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ

  • কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্হাপনায় প্রয়োজনীয়  পরামর্শ প্রদান।

৯.০ ফলবাগান সৃজন ও  ব্যবস্হাপনা

  • উন্নতজাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয়  পরামর্শপ্রদান।
  • ফল বাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

১০.০ আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন করে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়েন সহায়তা করা।