Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


প্রকল্পের নাম
উপজেলা পর্যায়ে প্রযুক্তি হসত্মামত্মরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়)
বিস্তারিত

উদ্দেশ্যঃ১) প্রাতিষ্ঠানিক কৃষক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়ন; ২) ১০৬টি উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মান ও ২০টি ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মণ; ৩) আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরিকল্পিত, বাস্তবধর্মী ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন; ৪) সম্প্রসারণ কর্মীদের কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি গবেষণা লব্ধ ফলাফল ও মাঠ পর্যায়ের ফলাফলের মধ্যে ফলন পার্থক্য কমানো।

প্রকল্প শুরু
01/01/2018
শেষের তারিখ
30/06/2022
ওয়ার্ড
পেকুয়া, রামু, ও উখিয়া
প্রকল্পের ধরণ
অন্যান্য
বরাদ্দের পরিমাণ (টাকায়)
প্রায় 67,03,500/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
15/11/2022
label.Details.title

উদ্দেশ্যঃ১) প্রাতিষ্ঠানিক কৃষক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ভৌত অবকাঠামো উন্নয়ন; ২) ১০৬টি উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মান ও ২০টি ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মণ; ৩) আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরিকল্পিত, বাস্তবধর্মী ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন; ৪) সম্প্রসারণ কর্মীদের কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি গবেষণা লব্ধ ফলাফল ও মাঠ পর্যায়ের ফলাফলের মধ্যে ফলন পার্থক্য কমানো।

কাজের বর্ননা

কার্যক্রমঃ কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্র নির্মাণ; কৃষক প্রশিক্ষণ, কর্মশালা; ব্লক প্রদশর্নী ও মাঠ দিবস; কর্মকর্তা প্রশিক্ষণ; এসএএও প্রশিক্ষণ ও লজিষ্টিক সাপোর্ট প্রদান।  

ডাউনলোড