Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


প্রকল্পের নাম
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প
বিস্তারিত

১. বিদ্যমান শস্য বিন্যাস পরিবর্তন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বর্তমান অবস্থা থেকে ০৮-১০% বৃদ্ধি করা। ২. পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের লক্ষ্যে ১৩৭১৮টি বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন এবং ১৫৫টি পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম সৃজনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন;বাজার ব্যবস্থা উন্নয়ন ও খাদ্য বিতরণ ব্যবস্থা উন্ন্য়ন। ৩. কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশলের মাধ্যমে প্রকল্প এলাকায় প্রায় ৩,০৮,৬১৮টি কৃষক পরিবার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জন এবং ৩৭২০০ জন কৃষক-কৃষাণির আয়বর্ধন কাজে সম্পৃক্তকরণ এবং বারটানের আঞ্চলিক কার্যালয়ে ৭টি মিনি নিউট্রিশন ল্যাব. স্থাপনসহ আঞ্চলিক কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি। ৪. ৬৩৬০ ব্যাচ প্রশিক্ষণের মাধ্যমে কৃষাণ-কৃষাণী, কমকর্তা-কর্মচারী ও সুবিধাভোগি জনগোষ্ঠীকে নিরাপদ কৃষি, পুষ্টি ও আয়বর্ধক কার্যক্রম সম্পর্কে জ্ঞানের পরিধি ও দক্ষতা বৃদ্ধি।

প্রকল্প শুরু
01/01/2023
শেষের তারিখ
30/09/2027
ওয়ার্ড
রামু ও মহেশখালী উপজেলা
প্রকল্পের ধরণ
অন্যান্য
বরাদ্দের পরিমাণ (টাকায়)
১১,৪৭.৫৭২/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
16/10/2023
label.Details.title

১. বিদ্যমান শস্য বিন্যাস পরিবর্তন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বর্তমান অবস্থা থেকে ০৮-১০% বৃদ্ধি করা। ২. পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের লক্ষ্যে ১৩৭১৮টি বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপন এবং ১৫৫টি পুষ্টিসমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম সৃজনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন;বাজার ব্যবস্থা উন্নয়ন ও খাদ্য বিতরণ ব্যবস্থা উন্ন্য়ন। ৩. কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশলের মাধ্যমে প্রকল্প এলাকায় প্রায় ৩,০৮,৬১৮টি কৃষক পরিবার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জন এবং ৩৭২০০ জন কৃষক-কৃষাণির আয়বর্ধন কাজে সম্পৃক্তকরণ এবং বারটানের আঞ্চলিক কার্যালয়ে ৭টি মিনি নিউট্রিশন ল্যাব. স্থাপনসহ আঞ্চলিক কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি। ৪. ৬৩৬০ ব্যাচ প্রশিক্ষণের মাধ্যমে কৃষাণ-কৃষাণী, কমকর্তা-কর্মচারী ও সুবিধাভোগি জনগোষ্ঠীকে নিরাপদ কৃষি, পুষ্টি ও আয়বর্ধক কার্যক্রম সম্পর্কে জ্ঞানের পরিধি ও দক্ষতা বৃদ্ধি।

কাজের বর্ননা

কৃষক প্রশিক্ষণ, নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক আবাসিক কৃষক প্রশিক্ষণ, এসএএও প্রশিক্ষণ, ডিএই অফিসার প্রশিক্ষণ, জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত ,প্রদর্শনী, ভূট্টা উৎপাদন, মিষ্টি আলু উৎপাদন, মিষ্টি কুমড়া/ফ্রেন্সবীন/শশা/ খিরা/গাজর/ব্রকলি/রঙিন, চিনা বাদাম উৎপাদন, ডাল (মসুর/ মুগ/ ছোলা/ মাসকলাই), তরমুজ উৎপাদন (সারা বছর উৎপাদিত জাতসহ), ভার্মিকম্পোস্ট, মিনি মিশ্র/একক ফল বাগান স্থাপন প্রদর্শনী, প্রতিটি গ্রাম পুষ্টি নিরাপত্তায় সবজি, ফল ও মসলা জাতীয় মডেল বাগান স্থাপন এবং মিশ্র ফল বাগান স্থাপন

ডাউনলোড