Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


প্রকল্পের নাম
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (সিএসএডাব্লিউপি),
বিস্তারিত

১) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রকল্প এলাকায় শতকরা ২ (দুই) ভাগ শস্য নিবিড়তা বৃদ্ধি করা। ২) কমপক্ষে ১০ টি পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি ব্যবহার দক্ষতা শতকরা ৫০ ভাগ সাশ্রয়ী করা এবং সেই সাথে প্রকল্প এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি করা । ৩) প্রকল্প এলাকায় প্রতি বছর ১২০  টন দানাদার বীজ ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০টন তৈল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা।

প্রকল্প শুরু
01/01/2022
শেষের তারিখ
31/12/2026
ওয়ার্ড
কক্সবাজার সদর
প্রকল্পের ধরণ
অন্যান্য
বরাদ্দের পরিমাণ (টাকায়)
১,০৬,০৭,৭৪০/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
16/10/2023
label.Details.title

১) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রকল্প এলাকায় শতকরা ২ (দুই) ভাগ শস্য নিবিড়তা বৃদ্ধি করা। ২) কমপক্ষে ১০ টি পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি ব্যবহার দক্ষতা শতকরা ৫০ ভাগ সাশ্রয়ী করা এবং সেই সাথে প্রকল্প এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি করা । ৩) প্রকল্প এলাকায় প্রতি বছর ১২০  টন দানাদার বীজ ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০টন তৈল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা।

কাজের বর্ননা

২৩১২৭ টি ফসল ও প্রযুক্তি প্রদর্শনী, 2,313টি মাঠ দিবস, 100টি কৃষি প্রযুক্তি মেলা,  228টি কমিউনিটি সীড বেড,  1,14,000 ফিট ফিতা পাইপ বিতরণ, 228টি এলএলপি, 36টি মিনি সীডলিং পলিহাউজ, 57টি ড্রিপ ইরিগেশন সিস্টেম, 57টি স্থানে বারিদ পাইপ, 57টি স্থানে সৌরবিদ্যুত চালিত সেচ সিস্টেম, প্রকল্প এলাকায় 57টি কৃষি পণ্য সংগ্রহ সেন্টার স্থাপন, 228টি পেয়াঁজ সংরক্ষণ চেম্বার, 3192টি কৃষি যন্ত্রপাতি, এফএসএস এর মাধ্যমে ট্রেনিং 228 ব্যাচ,  কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ 121 ব্যাচ, এসএএও প্রশিক্ষণ 17ব্যাচ, কর্মকর্তা প্রশিক্ষণ 17 ব্যাচ।  

ডাউনলোড