১) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রকল্প এলাকায় শতকরা ২ (দুই) ভাগ শস্য নিবিড়তা বৃদ্ধি করা। ২) কমপক্ষে ১০ টি পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি ব্যবহার দক্ষতা শতকরা ৫০ ভাগ সাশ্রয়ী করা এবং সেই সাথে প্রকল্প এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি করা । ৩) প্রকল্প এলাকায় প্রতি বছর ১২০ টন দানাদার বীজ ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০টন তৈল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা।
১) ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রকল্প এলাকায় শতকরা ২ (দুই) ভাগ শস্য নিবিড়তা বৃদ্ধি করা। ২) কমপক্ষে ১০ টি পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে প্রকল্প এলাকায় সেচের পানি ব্যবহার দক্ষতা শতকরা ৫০ ভাগ সাশ্রয়ী করা এবং সেই সাথে প্রকল্প এলাকার উৎপাদনশীলতা বৃদ্ধি করা । ৩) প্রকল্প এলাকায় প্রতি বছর ১২০ টন দানাদার বীজ ৪০ টন ডাল জাতীয় ফসলের বীজ এবং ৪০টন তৈল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করা।
২৩১২৭ টি ফসল ও প্রযুক্তি প্রদর্শনী, 2,313টি মাঠ দিবস, 100টি কৃষি প্রযুক্তি মেলা, 228টি কমিউনিটি সীড বেড, 1,14,000 ফিট ফিতা পাইপ বিতরণ, 228টি এলএলপি, 36টি মিনি সীডলিং পলিহাউজ, 57টি ড্রিপ ইরিগেশন সিস্টেম, 57টি স্থানে বারিদ পাইপ, 57টি স্থানে সৌরবিদ্যুত চালিত সেচ সিস্টেম, প্রকল্প এলাকায় 57টি কৃষি পণ্য সংগ্রহ সেন্টার স্থাপন, 228টি পেয়াঁজ সংরক্ষণ চেম্বার, 3192টি কৃষি যন্ত্রপাতি, এফএসএস এর মাধ্যমে ট্রেনিং 228 ব্যাচ, কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ 121 ব্যাচ, এসএএও প্রশিক্ষণ 17ব্যাচ, কর্মকর্তা প্রশিক্ষণ 17 ব্যাচ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস