Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


প্রকল্পের নাম
সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্প
বিস্তারিত

উদ্দেশ্যঃ  ১)  সেচ কাজে সৌবশক্তি ব্যবহার করে জ্বালানী তেল/বিদ্যুৎ সাশ্রয় ৯৫-১০০%; ২)  আধুনিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ দক্ষতা উন্নয়ন; ৩) ভু-উপরিস্থ পানির ন্যূনতম ব্যবহারের মাধ্যমে সেচ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা; ৪) ভহ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উৎসাহিত করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং সেচ খরচ কমানো;  ৫) আধুনিক খামার ব্যবস্থপনা ও পানি ব্যবহার সম্পর্কে কৃষকদের জ্ঞান বৃদ্ধি এবং সচেতন করে তোলা; ৬) সমন্বিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।  

প্রকল্প শুরু
01/07/2017
শেষের তারিখ
30/06/2022
ওয়ার্ড
সদর উপজেলা
প্রকল্পের ধরণ
অন্যান্য
বরাদ্দের পরিমাণ (টাকায়)
প্রায় 7,50,870/-
সর্বশেষ হালনাগাদের তারিখ
14/11/2022
label.Details.title

উদ্দেশ্যঃ  ১)  সেচ কাজে সৌবশক্তি ব্যবহার করে জ্বালানী তেল/বিদ্যুৎ সাশ্রয় ৯৫-১০০%; ২)  আধুনিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ দক্ষতা উন্নয়ন; ৩) ভু-উপরিস্থ পানির ন্যূনতম ব্যবহারের মাধ্যমে সেচ পানির প্রাপ্যতা বৃদ্ধি করা; ৪) ভহ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উৎসাহিত করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা এবং সেচ খরচ কমানো;  ৫) আধুনিক খামার ব্যবস্থপনা ও পানি ব্যবহার সম্পর্কে কৃষকদের জ্ঞান বৃদ্ধি এবং সচেতন করে তোলা; ৬) সমন্বিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।  

কাজের বর্ননা

কার্যক্রমঃ সোলার সেচ প্রদর্শনী; বারিড পাইপ সেচ প্রদর্শনী;  ড্রিপ সেচ প্রদর্শনী; পাতকুয়া খনন; কৃষক মাঠ স্কুল; কৃষক প্রশিক্ষণ; মেকানিক প্রশিক্ষণ; কর্মকর্তা প্রশিক্ষণ; উদ্দুদ্ধকরণ ভ্রমন; মাঠ দিবস ও লজিষ্টিক সাপোর্ট প্রদান।

ডাউনলোড