Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

Main Comtent Skiped

১। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ৮০০০ জন কৃষক/কৃষাণীকে রোপা আমন পুনর্বাসন দেওয়া হয়েছে। ২। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম-২০০, ভূট্টা-২০০, সরিষা-১০০০, চিনাবাদাম-২০০, ফেলন-২০০ ও শীতকালীন সবজি-৫০০০ জন কৃষক/কৃষাণীকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। ৩। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ ১২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান। ৪। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের বোরো উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০০০০ জন উপকারভোগী  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  সহায়তা প্রদান


Title
Organic pesticides in agriculture
Details
কৃষি হচ্ছে খাদ্য শক্তি, প্রাণশক্তি, শ্রমশক্তি, এবং বুদ্ধিবৃত্তিক শক্তির মূল উৎস যা অদ্বিতীয় ও আন্তঃসংযুক্ত। নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে হলে কৃষিতে কীটপতঙ্গ ব্যবস্থাপনায় বিষাক্ত রাসায়নিক কীটনাশকগুলির উপর নির্ভরশীলতা কমিয়ে জৈব কিটনাশকের দিকে অধিক গুরুত্ব দিতে হবে। মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ২৯ মে ২০১৮ মঙ্গলবার ঢাকায় সচিবালয় তার মন্ত্রণালয়ের সভা কক্ষে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ““regional training program on Integrated Pest Management (IPM) in SAARC Member States শীর্ষক   আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন ।
 
মাননীয় মন্ত্রী বলেন,বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শিত নেতৃত্বে  খাদ্য উৎপাদনের জন্য আধুনিক, উন্নত ও টেকসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারকে শক্তিশালী করেছে। এর ফলে খাদ্য উৎপাদনে স্বযংসম্পূর্ণ অর্জন করাসহ  ইতোমধ্যে চাল রপ্তানিও করেছে বাংলাদেশ। কৃষিতে অভূতপূর্ব সাফল্যে বিশ্ব সম্প্রদায় স্বীকৃতি প্রদান করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছে। তিনি আরও বলেন যে, যখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার আসনে থাকেন, তখন দেশ ক্ষুধা ও দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসে।
 
মাননীয় মন্ত্রী আরও বলেন,সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সময় পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ খাদ্যশস্যের একটি দেশ হয়ে উঠেছে। এখন সরকার বর্তমানে টেকসই ও পুষ্টি নিরাপত্তা জন্য কাজ করছে।  বাংলাদেশে ২০০৮ সালের আগে পর্যন্ত বিভিন্ন ধরনের বিষাক্ত সিনথেটিক রাসায়নিক কীটনাশক গুলির অপব্যবহারের ফলে অনেক উপকারী কীটপতঙ্গ  ধ্বংসসহ সামগ্রিক উৎপাদন খরচ বৃদ্ধিও করে। ২০০৯ সাল থেকে বর্তমান সরকার কীটপতঙ্গ ব্যবস্থাপনায় বিষাক্ত রাসায়নিক কীটনাশকগুলির উপর নির্ভরশীলতা কমানোর জন্য ইন্টিগ্রেটেড কীটপতঙ্গ ব্যবস্থাপনা প্রযুক্তি উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরই) ইতোমধ্যে বিভিন্ন ফসলের ধ্বংসাত্মক কীটনাশক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন জৈব যৌক্তিক কীটপতঙ্গ ব্যবস্থাপনা কৌশল গড়ে তুলেছে।    
 
উল্লেখ্য সার্ক অঞ্চলের কৃষি অগ্রাধিকার খাত হিসেবে অব্যাহত রয়েছে যেখানে প্রায় ৬০ শতাংশে  জনসংখ্যার জীবিকা  হচ্ছে কৃষি । এবং আঞ্চলিক জিডিপি (মালদ্বীপের ৩.৫% থেকে নেপালের ৩৩.৭%) এ ১৮.২ শতাংশ । বর্তমানে বাংলাদেশে, বিশেষ করে চাল উৎপাদন ৩.৫ গুণ বৃদ্ধি পেয়েছে এবং ১৯৭১-৭২ থেকে ২০১৫-১৬ পর্যন্ত গম উৎপাদন ১১ গুণ বেড়েছে। ২০১৬-১৬ মৌসুমে ভুট্টা উৎপাদন ২.৭৬ মিলিয়ন টন পৌঁছেছে। কৃষি জমি হ্রাস সত্ত্বেও খাদ্যশস্য উৎপাদনে স্বযংসম্পূর্ণতা অর্জন। ১৯৭১ থেকে ২০১১ সালের মধ্যে আলু উৎপাদন ৩.৬ গুণ বেড়েছে। অন্য দেশগুলিতে আলু রপ্তানি হচ্ছে। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সবজি উৎপাদনের ৭৯ গুণ বেড়েছে।  
 
Images
Attachments
Publish Date
02/07/2018
Archieve Date
31/12/2021