Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

Main Comtent Skiped

১। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৯৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান । ২। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২২৫ জন কৃষকের মাঝে তালের চারা এবং ১৫০০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ । । ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা, ৮০০ জন কৃষকের মাঝে লেবু চারা এবং ৬০০ জন কৃষকের মাঝে মরিচের (হাইব্রিড) চারা ও সার বিতরণ । ৪। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আম ৬০০জন, নিম, জাম  বেল ও কাঠাঁল চারা ৭৫০০ জন কৃষকের মাঝে চারা বিতরণ ।


Resent Actives


১. পতিত জমিতে গ্রুপভিত্তিক তেল ফসল ও অন্যান্য রবি ফসল উৎপাদনে কৃষককে উদ্ধুদ্ধ করার পরিকল্পনা গ্রহন।

২.সরিষা চাষের উপযোগী এলাকায় একত্রে সরিষা চাষাবাদের ক্রপ জোনিং পরিকল্পনা গ্রহণ ও মৌ বাক্স স্থাপন ও মধু উৎপাদনের পরিকল্পনা গ্রহণ।

৩. পতিত জমিতে বাণিজ্যিকভাবে ফল বাগান স্থাপনের পরিকল্পনা গ্রহণ।

৪. সমলয়ে ধান আবাদের জন্য কৃষককে উদ্ধুদ্ধকরণ ও পরিকল্পনা গ্রহণ।

৫. মান সম্পন্ন ও রপ্তানিযোগ্য ফল, সবজি চাষ সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ।

৬.অনাবাদী পতিত জমি ব্যবহার ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন পরিকল্পনা গ্রহণ।

৭. শস্য বিন্যাসে ডাল, তেল , মসলা ও সবজি জাতীয় ফসল অন্তর্ভূক্ত করে ফসলের বহুমূখীতা এবং নিবিড়তা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।

৮.পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফল ও সবজি উৎপাদনের পরিকল্পনা গ্রহণ।

৯.খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ।

১০. চরাঞ্চল ও লবনাক্ত এলাকায়, খরা ও লবনাক্ত সহনশীল ফসলের মাধ্যমে আবাদ করার পরিকল্পনা গ্রহণ।