Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

Main Comtent Skiped

১। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৯৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান । ২। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২২৫ জন কৃষকের মাঝে তালের চারা এবং ১৫০০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ । । ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা, ৮০০ জন কৃষকের মাঝে লেবু চারা এবং ৬০০ জন কৃষকের মাঝে মরিচের (হাইব্রিড) চারা ও সার বিতরণ । ৪। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আম ৬০০জন, নিম, জাম  বেল ও কাঠাঁল চারা ৭৫০০ জন কৃষকের মাঝে চারা বিতরণ ।


Project Name
project
Details

উদ্দেশ্যঃ ১) আধুনিক কৃষি যন্ত্রপাতির সরবরাহ ও ব্যবহার বৃদ্ধি করে  ফসলের ১০%-১৫%  অপচয় রোধ এবং চাষাবাদে  ৫০% সময় ও ২০% অর্থ সাশ্রয় করা, ২) সমন্বিতভাবে সমজাতীয় ফসল আবাদ করে কৃষি যন্ত্রপাতির ৫০% কর্মদক্ষতা বৃদ্ধি করা, ৩) কৃষি উৎপাদন ব্যয় হ্রাসকরণ এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ৪)যান্ত্রিকীকরণের মাধ্যমে পোষ্ট হারভেষ্ট ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ।

Start
01/07/2019
End
30/06/2025
Word
সকল উপজেলা
Project Type
Others
Amount
প্রায় 99,73,284/-
Latest Status
22/11/2022
label.Details.title

উদ্দেশ্যঃ ১) আধুনিক কৃষি যন্ত্রপাতির সরবরাহ ও ব্যবহার বৃদ্ধি করে  ফসলের ১০%-১৫%  অপচয় রোধ এবং চাষাবাদে  ৫০% সময় ও ২০% অর্থ সাশ্রয় করা, ২) সমন্বিতভাবে সমজাতীয় ফসল আবাদ করে কৃষি যন্ত্রপাতির ৫০% কর্মদক্ষতা বৃদ্ধি করা, ৩) কৃষি উৎপাদন ব্যয় হ্রাসকরণ এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ৪)যান্ত্রিকীকরণের মাধ্যমে পোষ্ট হারভেষ্ট ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা হ্রাসকরণ।

Job description

project

Attachments