Wellcome to National Portal

এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না----------

Main Comtent Skiped

১। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৯৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান । ২। ২০২৪-২৫ অর্থবছরে খরিফ/২০২৫-২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২২৫ জন কৃষকের মাঝে তালের চারা এবং ১৫০০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ । । ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০০ জন কৃষকদের মাঝে নারিকেল চারা, ৮০০ জন কৃষকের মাঝে লেবু চারা এবং ৬০০ জন কৃষকের মাঝে মরিচের (হাইব্রিড) চারা ও সার বিতরণ । ৪। ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় আম ৬০০জন, নিম, জাম  বেল ও কাঠাঁল চারা ৭৫০০ জন কৃষকের মাঝে চারা বিতরণ ।


Project Name
Tuber Crops Development Project
Details

ক) প্রকল্প এলাকায় কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ধরনের ফসলের জমির পরিমান ২০-২৫% বৃদ্ধি করা। খ) বিএআরআই কর্তৃক উদ্ভাবিত আলু, মিষ্টিআলু, ওলকচু, মুখিকচু, পানিকচু, লতিকচু, কাসাভা ও গাছআলুর প্রমাণিত জাতসমূহ সম্প্রসারণ করা গ) সুবিধাবঞ্চিত ও সিডর আক্রান্ত এলাকায় প্রশিক্ষণ,  উদ্বুদ্ধকরণ, প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, কন্দাল ফসল আবাদ বৃদ্ধিকরণ ও পু্ষ্টিমান উন্নয়ন। ঘ) উন্নত জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন। ঙ) বিদেশে কন্দাল ফসল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।

Start
19/03/2019
End
30/12/2023
Word
চকরিয়া, পেকুয়া ও রামু উপজেলা
Project Type
Others
Amount
প্রায় 1,28,33,745/-
Latest Status
22/11/2022
label.Details.title

ক) প্রকল্প এলাকায় কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ধরনের ফসলের জমির পরিমান ২০-২৫% বৃদ্ধি করা। খ) বিএআরআই কর্তৃক উদ্ভাবিত আলু, মিষ্টিআলু, ওলকচু, মুখিকচু, পানিকচু, লতিকচু, কাসাভা ও গাছআলুর প্রমাণিত জাতসমূহ সম্প্রসারণ করা গ) সুবিধাবঞ্চিত ও সিডর আক্রান্ত এলাকায় প্রশিক্ষণ,  উদ্বুদ্ধকরণ, প্রদর্শনী কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি, কন্দাল ফসল আবাদ বৃদ্ধিকরণ ও পু্ষ্টিমান উন্নয়ন। ঘ) উন্নত জাতের মানসম্পন্ন বীজ উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন। ঙ) বিদেশে কন্দাল ফসল রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন।

Job description

Tuber 

Attachments